Bengali :
সত্যিটাকে মিথ্যে বোঝাই ..মিথ্যে নাই বা জানলে,
গরুর গাড়ি আকাশ চরে ..নাহয় ..আজ আমার কথাই মানলে.
দুপুরবেলার হঠাত খেয়াল ..হঠাত লেখা ছড়া,
হথাটি হওয়া মুহুর্তেরা ..হঠাত মনে করা.
ক্লান্ত শরীর স্বপ্ন খোজে ..লাগে কিসের নেস,
ঘুম পেরলেই আবার সকাল ..মন বলে ... বেশ বেশ বেশ.
কয়েক টুকরো জীবন জুড়ে ..আজ লেখার খাতা,
লাগলে ভালো খুব ভালো ..নাহলে উল্টে নিও পাতা.